এখনকার পুলাপাইন, সন্মানের তো কিইবা দাম? বড়দের দিকে তাকায় যেন, দানবেরা নেয় তামাম। অপরাধের রাজপথে, হেঁটে চলে বুক ফুলিয়ে, বাঘের মত চোখ তুলে, বড়দের দিকে তুলি যে।

সন্মান যে দূর আকাশ, শেখেনি তারা সেবার মান, কারণ নয় কি, তাদের মনে নেশার ঘোরের অধিপান? ৯০ শতকের বীর যারা, শান্ত থাকে তীক্ষ্ণ মন, মূর্খ ভেবে হেসে চলে, যেন বাঘের শিকারী বন।

তাদের ইতিহাস শুনেছো কি? বীরত্বের গাথা ছিল কেমন? অশিক্ষিত ঘরে জন্মানো, পড়ে গিয়েছে কঠিন পণ। ছোটবেলা থেকে শিখে গেছে, কীভাবে করতে হয় শিকার, সিংহের মতই তীক্ষ্ণতায়, তৈরি করেছে বীরের ভার।

আর তোমরা কিসে মেতেছো? মাদকের ঘোরে মজে থাকো, পড়ার টেবিল ভুলে গিয়ে, নেশার জালে ঘুরে ডাকে। শিক্ষা কবে হবে তোমার? বীরত্ব তোমাদের কই? বীরের পথ ছেড়ে কেন, মূর্খতার আশ্রয়ে পড়ে রয়?

সিংহের চোখে তাকিয়ে বলি, সময় এখনো কাটেনি সব, ফিরে এসো সঠিক পথে, জাগাও তোমার মহৎ রথ। মনের ঘোরে মূর্খ হলে, বাঁচার পথে হারাবে সব, তোমাদের এই দুঃসাহস, বীরত্ব নয়, মিথ্যে ভাব।

শিক্ষা নাও ইতিহাস থেকে, বুঝো কীভাবে বাঁচতে হয়, মাদক ছেড়ে, বইয়ের মাঝে, তোমার ভবিষ্যৎ সৃষ্টি কর। সন্মান দাও বড়দের, শিখো বীরদের গাথা, তাহলেই সিংহের মতো, পাবেনা কেউ তোমায় হারাতে।