আজকের বাংলাদেশ, সেই স্বপ্নের বাস্তবায়ন,
ঐক্যের আলোয় জ্বলে সমৃদ্ধির আয়োজন।
শান্তি আর সহনশীলতায় ভরা এই দেশ,
বর্ণ, ধর্ম ভুলে চলছে প্রগতির রেশ।

এক মঞ্চে দাঁড়ায় আজ সব মানুষ একসাথে,
ভেদাভেদ ভুলে যায় হৃদয়ের মেলাতে।
বহুত্ববাদী পথে এগিয়ে যায় দেশ,
প্রতিটি প্রাণে জাগে স্বাধীনতার রেশ।

চেয়েছিলাম এমনই এক সমাজের ছবি,
যেখানে নেই ভয়, নেই কোনো গ্লানি।
নিজের ধর্মে সবাই করবে চর্চা,
সবার অধিকারেই থাকবে সমতার পাঞ্জা।

২০২৪ এর বিজয় এনে দিল আশা,
তরুণ প্রজন্ম গড়ছে নতুন ভাষা।
শিক্ষা-সংস্কৃতি আর মানবতার গান,
তাদের হাতেই উঠবে বাংলাদেশ মহান।

বিশ্ব দরবারে উঠবে মাথা উঁচু করে,
আমার বাংলাদেশ এগিয়ে যাবে দৃঢ় পায়ে ধরে।
তরুণদের স্বপ্নে ফুটবে নতুন আলো,
আমার বাংলাদেশ হবে বিশ্বের গর্বের পালো।