অর্থের পিছু ছুটে চলে মানুষ,
স্বপ্নগুলো ঝাপসা হয়ে ধুয়ে যায় রাশ-রাশ।
যে মনেতে থাকে স্বপ্নের রঙ,
সে মনটাই পড়ে থাকে পিছুপানে দ্যাখে একা অঙ্গন।
ধন-সম্পদ যে মূল্য নয়,
মনের আকাশটাই খোলা, ঐ বিশাল নীল হয়।
জীবনের পথ যদি অর্থে বাঁধা হয়,
তাহলে সুখগুলোও আঁধারে ডুবে রয়।
অর্থের জালে গড়া সব শিখর,
হারায় মানবতা, হৃদয়জোড়া হাহাকার।
যেখানে নেই স্নেহের ছোঁয়া,
সেখানে জীবনের বীজ হয় পাথরের মতো কঠিন এক কাঁটাময় প্রথা।
অর্থের মূল্য আছে, অস্বীকার নয়,
কিন্তু মনের মূল্য দিয়ে জীবন সাজাই।
মানুষের মাঝে যত্নের পরশ বুনো,
মনের সোনালি আলোতেই স্বপ্নে উড়ো।
সুখ যদি চাও, অর্থ নয় মন জাগাও,
সত্যিকার সুখ তবেই আসবে কপালে ঝরাও।
মানুষের মাঝে ছড়িয়ে দাও মায়ার আলোক,
তবেই এ জীবন হবে সফল, থাকবে নাহি কোন শোক।