শীতের সন্ধ্যা হাওর পাড়ে,
কুয়াশা মেশে বাতাসে।
নদীর জলে চাঁদের আলো,
মনে লাগে নতুন ভালো।
গ্রামের পথে ঝুপঝুপ ধোঁয়া,
মাটির চুলায় ভাতের গন্ধ ছোঁয়া।
দূরের বাঁশিতে সুরের ঝংকার,
শীতের রাতে জাগায় অধিকার।
কুপি জ্বলে উঠোন জুড়ে,
হাসির গল্প সবার ঘরে।
শাল প্যাঁচানো দেহের কোলে,
শীতের মায়া প্রাণে দোলে।
হাওরের ঢেউ তন্দ্রায় ঢোলে,
পাখিরা চুপ, সব কিছু ঘোলে।
তারার মেলা আকাশজুড়ে,
স্বপ্নের ছবি আঁকে চোখপূরে।
কিশোরগঞ্জের সন্ধ্যার ছায়া,
মনে আনে শান্তির মায়া।
শীতের চাদর ঢেকে দেয় প্রাণ,
এই সন্ধ্যা চিরকাল মহান।