রাস্তায় নেমেছে ছাত্র-জনতা, বুকের রক্ত দিয়ে লিখছে ন্যায়ের ইতিহাস। তাদের পদক্ষেপ থামে না, থামবে না, কারণ ইনসাফ কায়েমের শপথ নিয়েছে তারা। একের পর এক অন্যায়ের পাহাড় ভেঙে তারা সামনে এগিয়ে চলেছে, তাদের পথ রক্তে ভিজে যাচ্ছে, তবু তাদের আশা অটুট।
আর আদালতের মঞ্চে বসে আছেন আপনারা, বিচারের আসনে। যেখানে ন্যায় হওয়া উচিত, সেখানে আজ জুলুমের স্রোত বইছে।
আপনারা নীরবে ক্ষমতার মুখোশে মুখ ঢেকে অন্যায়কে আশ্রয় দিচ্ছেন। ন্যায়ের বাণী স্তব্ধ করে, আপনারা জুলুম কায়েম করছেন; বিচারকের পোশাকেই ছলনার খেলায় মেতেছেন।
কিন্তু এই ছাত্র-জনতার রক্ত বৃথা যাবে না। ইতিহাস সাক্ষী থাকবে, তাদের ন্যায়ের লড়াই থামবে না। অন্যায় যত গভীরই হোক না কেন, সেই রক্ত একদিন নতুন ভোরের আলো বয়ে আনবে। তখন আর জুলুমের জন্য কোনো আসন থাকবে না। ন্যায়ের শিখা জ্বলে উঠবে, মানুষ মুক্তির জয়গান গাইবে।
তখনও কি আপনারা বসে থাকবেন ক্ষমতার মঞ্চে? যখন এই ছাত্র-জনতার রক্ত দিয়ে লেখা হবে ইনসাফের চূড়ান্ত অধ্যায়, তখন আপনাদের মঞ্চে আর ন্যায়ের নামটি উচ্চারণেরও অধিকার থাকবে না।
এ লড়াই ছাত্র-জনতার, এ লড়াই ন্যায়ের, এ লড়াই এক নতুন ভোরের।