সম্পর্কের আঙিনা জ্বলছে আজ,
তোমার হাতে ছড়ানো আগুনের সাজ।
আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম,
তুমি কেন প্রতারণার পথ বেছে নিলাম?

বিশ্বাসের দেয়াল ভেঙে গেলে,
হৃদয় যেন শূন্যে মিশে গেল।
তোমার একটুখানি অবহেলা,
আমার জীবনে নেমে এল বিষাদের ঢেলা।

তোমার প্রতিটি কথা ছিল আলো,
আজ সেই কথা ছুরির ফলায় দাগালো।
আমি থেমে গেছি, নিঃশব্দ আজ,
তুমি চলে গেলে দিয়ে বিষাদ সাজ।

জেনে রেখো, ক্ষত মুছে যায় বটে,
কিন্তু স্মৃতিরা থেকে যায় হৃদয়ের ঘাটে।
তুমি নিজ হাতে সম্পর্ক নষ্ট করলে,
আমি শুধু কষ্টের গল্প বুনে চললাম।