একাকীত্বে যখন বুক ভেঙে যায়,
‎আকাশের তারা যেন ম্লান হয়ে যায়,
‎চারপাশে কেউ নেই, নিস্তব্ধ সবকিছু,
‎মনের ভেতর থেকে উঠে আসে নিঃসঙ্গ অনুভূতি।

‎তখনি মনে হয়, আমি একা নই,
‎আছে আমার পাশে এক মহান সত্তা,
‎আল্লাহ নামটি হৃদয়ের গভীরে বাজে,
‎তাঁর স্নেহেই মুছে যায় সকল বিষাদ।

‎জীবনের ঝড়, অন্ধকার রাত,
‎যেন আল্লাহর দেওয়া এক পরম আদর্শ,
‎তাঁর প্রেমে যে ধন্য হতে পারে,
‎একাকীত্বেও পায় শান্তির আলো।

‎সবাই চলে যায়, কেউ থাকে না পাশে,
‎কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না আমাদের,
‎তিনি জানেন সব ব্যথা, সব কষ্ট,
‎তাঁর স্নেহে ঢেকে যায় জীবনের সব বিরহ।

‎তাই একাকীত্ব নয় দুর্বলতার প্রমাণ,
‎বরং আল্লাহর কাছে ফেরার নিমন্ত্রণ,
‎এই নিস্তব্ধতায় আল্লাহকে চেনাই,
‎তাঁর সান্নিধ্যে জীবন ধন্য হয়ে যায়।