ওরা মন্দির ভেঙ্গে হিন্দু খ্যাপায়,
মূর্তি বসিয়ে মুমিন খ্যাপায়,
রাম-রহিমের ঝগড়া লাগাতে,
গোপনে বাজায় বিভেদের বীণা।
মানুষ নয়, ওদের চোখে বিভেদ,
ধর্মের নামে খুঁজে যায় প্রমাণ।
প্রার্থনায় নয়, তাদের যুদ্ধ,
শান্তির পথে বাধা দেয় নিরবধি।
ওরা চায় না মিলন হোক দু'পথের,
ভালোবাসার সেতুতে আসুক ঐক্য।
অশ্রু ঝরায় অসহায়ের বুকে,
বিচ্ছেদের ছুরি বসায় প্রতিদিন।
কিন্তু অন্ধকার রাতের শেষে,
একদিন ফুটবেই শুভ্র ভোর,
বিবেক জাগুক রাম-রহিমে,
ধর্মের মোড়কে নয়, মানবতায় হোক জয়।
তবে থামবে ওদের বিভেদের বীণা,
ভালোবাসায় গড়বে এক নতুন দুনিয়া,
যেখানে কেউ আর মন্দির ভাঙবে না,
কেউ মূর্তি বসিয়ে বিভাজন গড়বে না।