পাহাড় ডাকে, বন করে কান্না,
বনের বুকে লুকিয়ে থাকা সবুজের তৃষ্ণা।
গাছেরা হাত বাড়ায় আকাশের দিকে,
মানবের সোহাগে বাঁচতে চায়।
প্রকৃতির মাঝে রয়েছে অফুরন্ত প্রাণ,
এমনই ছিল তার প্রথম প্রতিশ্রুতি।
তবে কেনো এই আগ্রাসী স্বার্থের খেলা?
সবুজের মাঝে আবার গড়ে উঠুক সুন্দরের মেলা।
আমাদের দাও নতুন এক অঙ্গীকার,
প্রকৃতির বুকেও যেন শান্তির পরশ থাকে।
মনে রেখো, সবুজের ক্ষুধায় বাঁচে এই পৃথিবী,
তার মধ্যেই খুঁজে পাও জীবনের মধুর রস।