বন্ধু মানে জীবনসাথী, সুখ-দুঃখের সুর,
বন্ধু মানে আকাশজোড়া এক অব্যক্ত নূর।
যখন মন ভারাক্রান্ত, পথ লাগে কঠিন,
বন্ধু তখন হাত বাড়িয়ে বলে, "তুমি পারবে নিশ্চিন।"

বন্ধু মানে একফালি হাসি, রোদেলা বিকেল,
আকাশে উড়ানো ঘুড়ি কিংবা বৃষ্টিতে একসাথে খেল।
বুকভরা স্বপ্ন গড়ার গল্প, আড্ডার মধুর গীত,
বন্ধু মানে জীবনের রঙ, পথচলার সঙ্গীত।

ঝড়ের দিনেও পাশে থাকে, ধরে রাখে মাটি,
বন্ধু মানে স্নেহের মায়া, অটুট এক প্রীতি।
ভালোবাসার শিকড় গাঁথা বন্ধুত্বের ডালে,
যে থাকে চিরজীবন, হৃদয়ের জালে।

বন্ধু তো আশীর্বাদ, ঈশ্বরের দান,
বন্ধু ছাড়া জীবন যেন ফাঁকা এক গান।
তাই তো বলি, বন্ধু হও, বন্ধু রাখো প্রাণে,
এই পৃথিবীটা সুন্দর হবে বন্ধুত্বের টানে।