অতীতের স্মৃতি যতই থাকুক,
আঘাতের দাগে মন ভেঙে থাকুক,
সব ফেলে রেখে আজকে ভাবো,
নতুন আলোর পথে জীবন গড়ো।

কেন আঁকড়ে ধরো ক্ষণিকের সুখ,
ভবিষ্যতের জন্য রচো নতুন দুখ,
ভুলে যাওয়া যাক সব পুরোনো স্মারক,
নতুন সূর্য ওঠে প্রতিদিন হেথাক।

স্মৃতির পাহাড়ে যদি বাঁধা পড়ো,
আগামীর স্বপ্নে সে বাঁধন ছাড়ো,
সময়ের স্রোতে বয়ে চলুক জীবন,
নতুন করে ভাবো, নাও মুক্তি আর ধ্যান।

আজকের দিন, তোমারই হাতের মুঠোয়,
নতুন আশা নিয়ে সাজাও ভবিষ্যৎ পথ।