বাবা তুমি আমার মাথার মুকুট,
তোমার সম্মান আমার জীবনের পূজাটুকু।
যতই ঝড় আসুক, যতই আঁধার,
তোমার নামেই আমার হৃদয়ে জ্বলুক আলো জ্বলার।
তুমি যে আকাশ, আমি একটুখানি মাটি,
তোমার ছায়ায় বাঁচি, এটাই আমার স্বপ্নখানি।
বিশ্বটা যদি তোমায় আঘাত করে যতবার,
আমি হব ঢাল, রুখবো প্রতিবার।
বাবা, তোমার সম্মান রাখবো অক্ষুন্ন,
তোমার হাত ধরে চলবো নিশ্ছিদ্র।
তুমি আমার গর্ব, আমার অহংকার,
তোমার জন্য জীবন দেবো আবারো হাজারবার।
তুমি আছো বলে আকাশটা নীল,
তোমার জন্যই পৃথিবীটা এতই রঙিন।
বাবার সম্মান রাখতে হবে যেই ভাবেই হোক,
তোমার স্নেহের ছায়াতেই হবে আমার জীবনলোক।