সমন্বয়কের নামে চলছে যে খেলা,
অপকর্মের ছায়ায়, চারিদিকে মেলা।
অপরাধের স্রোতে ভেসে যাচ্ছে দেশ,
মানুষের হৃদয় ভরে গেছে কেশ।
দাবি করে যারা নিজেদের শ্রেষ্ঠ,
ভেতরে ফাঁকা, নেই কোনো প্রজ্ঞা বেষ্ট।
চতুর্দিকে চলছে সমালোচনার ঝড়,
সমাজের গায়ে লেগেছে বিষাক্ত জ্বর।
যারা আছেন দায়িত্বের ভারে,
তাদের উচিত ন্যায়ের পথে সারে।
যাচাই-বাছাই করে নায়ক যদি দেয়,
সমাজের শৃঙ্খলা নতুন রূপ পায়।
যদি না হয় ভালো, যদি না হয় সত্য,
আবার ফিরে আসবে দুর্বিষহ রাত্রি।
ষাট চার জেলার মাঝে, চাই এক আলো,
যেখানে সৎ পথে চলবে সকল চলো।
সমন্বয়ের দাবি, চাই যদি পূর্ণতা,
সত্যের পথে হতে হবে পূর্ণ সততা।
অন্যথায় একদিন, সবার চোখে ধরা,
এই সমাজের গড়ন হবে টুটে যাওয়া স্বপ্নেরা।
এখন সময়, যারা সামনের নায়ক,
তাদেরকে বুঝে দিতে হবে সমনায়ক।
যদি ভালোভাবে দায়িত্বে চলে দেশ,
তবেই কাটবে মানবতার দুর্দশা শেষ।