অন্ধকারে ওত পেতে থাকে,
পশুর চেয়েও হিংস্র যারা,
মানব রূপী দানব ওরা,
তাদের চাই কি ক্ষমা সারা?

না, চাই না, চাই বিচার,
চাই প্রতিশোধ কঠিন বেশ,
দেয়ালে পিঠ ঠেকেছে বহু,
এবার চাই ন্যায়ের রেশ।

সাজা হবে মৃত্যুদণ্ড,
হোক তা সবার সম্মুখে,
আর না যেন সাহস পায়,
কোনো নরপশু এই সুখে।

আর্তনাদ থামুক এবার,
আকাশ জুড়ে বৃষ্টি হোক,
অপরাধীর লাশের গন্ধে,
ধর্ষণের কবর হোক।

ইনশাআল্লাহ, ন্যায় আসবে,
শাস্তি হবে দৃষ্টান্ত,
তবেই দেশের মা-বোনেরা
পাবে জীবনের নিশ্চয়তা।