চিন্তার গণ্ডি যদি বাঁধা থাকে,
তবে স্বপ্নেরা হবে কেবল ফাঁকা কাগজে।
বদলে দাও মনের সেই পুরনো ঢং,
বিস্তার করো ভাবনার নতুন তরঙ্গ।

যেখানে বাধা, সেখানে আলো দাও,
যেখানে ভয়, সেখানে সাহস পাও।
ভাঙো পুরনো বিশ্বাসের শেকল,
তবেই দেখবে মুক্তির মেলামেশা কল্প।

চেনা পথে হাঁটলে নতুন কিছু নেই,
চিন্তার বাঁকে লুকিয়ে রহস্য সেখানেই।
ভেবো না সব শেষ, সবই তো শুরু,
পাল্টাও ধারা, জাগাও জীবনের গুরু।

চেতনার আকাশ যদি প্রসারিত করো,
জীবনের পথে তুমি নিজেই হাল ধরো।
চিন্তা বদলালে বদলাবে দুনিয়া,
তুমিই হবে সেই পরিবর্তনের ধ্বনিয়া।