মনে পড়ে সেই সোনালি দিন,  
ভাইয়ের ভালোবাসা ছিল যে অমলিন।  
ট্রেনের সিটে না বসে, কোলে করে নিতো,  
কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ পথ পাড়ি দিতো।  

কাছাকাছি রাখতে চাইতো সবসময়,  
মধুর আদরে ভরে যেত প্রতিটি ক্ষণময়।  
ট্রেনের কোলাহলে হারিয়ে যেতাম,  
ভাইয়ের স্নেহে সব ভয় ভুলে যেতাম।  

তারপর আবার মোটরসাইকেলের যাত্রা,  
ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ—স্মৃতির মাতৃকা।  
বাতাসে ভেসে যেত আমাদের কথা,  
ভয় পেতাম ভেতরে, তবু ভাই ছিলো যেন স্বস্তির রথা।  

মাঝে মাঝে থামতাম চায়ের দোকানে,  
বিরতির মাঝে কাটত কিছু মুহূর্ত হাসির টানে।  
চায়ের ধোঁয়ায় মিলিয়ে যেত পথের ক্লান্তি,  
তবু মনে থাকত ভয়ের এক ফাঁকি।  

ভাইয়ের পাশে বসে পেতাম যে আশ্রয়,  
তীব্র ভয়েও ছিল তার স্নেহের পরশায় প্রবল মায়া।  
আজও স্মৃতিতে ভেসে আসে সেই দিনগুলো,  
ভাইয়ের স্নেহে মাখানো প্রতিটি ভালোবাসার আলো।  

রাস্তায় গতি, বাতাসের ঝাপটা,  
তবু ভাইয়ের ছায়ায় ছিল শান্তির সম্পদ।  
কতো স্মৃতি, কতো স্নেহের কাব্য,  
ভাইয়ের সাথে কাটানো, সে দিনগুলো ছিল যেন এক মহাকাব্য।