যদি শুনতে, আমার শেষ বারের মতো
তোমার নামটা ডাকতে ইচ্ছে করে,
তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম,
কিন্তু সময় আর সুযোগ দিল না আমায় ধরে।

শেষ মুহূর্তে হয়তো বলতে চেয়েছিলাম,
কতটা ভালোবেসেছিলাম তোমায়,
কতটা আক্ষেপ জমেছে বুকে,
তোমার কাছে পৌঁছাতে পারিনি, তাই কান্না লুকিয়ে যাই।

আমার দিকে একবার তাকাতে, যদি পারতে তুমি,
দেখতে, চোখের কোণে ভেজা অশ্রু
সবটা শেষ হয়ে গেল, আর কিছু নেই বাকি,
এটা ছিল আমার শেষ অনুভূতির প্রদাহ।

তোমার প্রতি কোনো অভিযোগ নেই,
শুধু একটা ব্যথা, কেন দূরে সরে গেলে?
যদি সেই সময় ফিরে আসতো আবার,
আমি বোধহয় তোমাকে কখনো যেতে দিতাম না, এভাবে।

আমার বিদায় হবে, হয়তো আজ, হয়তো কাল,
কিন্তু জানবে, হৃদয়ে তোমার নাম লেখা রবে চিরকাল।
অভিযোগ নিয়ে চলে যেতে চাই না,
তোমার মনটা যদি বুঝতে পারতো আমার, তবে এই কান্না হয়তো থাকতো না।