অহংকারে ভরা বুকটা যার,
চোখে তার নেই কোন আভাস,
পাহাড়ের চূড়ায় বসে সে ভাবে,
তার নিচে নেই আর কেউ আশপাশ।
আকাশের নীল ছুঁয়ে দেখে,
মনে করে সে সবচেয়ে উঁচু,
তবু জানে না, মাটির নীচে
শেকড় গাঁথা কত নিঃশব্দে রুক্ষু।
নম্রতা যদি থাকে তার মনে,
পাহাড় হবে আরও বড়,
অহংকারে চোখ যদি বন্ধ হয়,
হারিয়ে যাবে সবই ধরা।
মাটির মানুষ মাটির কাছেই,
শিখিয়ে দেয় সেই সত্য কথা,
বড় হতে হলে, ছোট হও আগে,
এটাই জীবনের মূলমন্ত্র সঠিক।