অনেক যীশুর সন্ধানে...
নদীর ধারেতে ধূধূ বালুচরে
অনেক যতনে ওই কুঁড়েঘরে,
আলোর মিছিলে নীরবে গরবে,
হাসির ঝিলিক বাঁজিছে সরবে,
সকল জনেতে গ্রীবা বড় করে,
শুধিছে আমাতে এলো কে এঘরে ?
স্বর্গের হতে দেবতার রথে,
এসেছে শিশুরা সদলে এ পথে....
খুঁজিছে তাহারা পারিজাত ফুল,
স্বর্গের বাগে গন্ধ বিপুল,
ধরালোকে কিবা পাবে তার দেখা,
স্রষ্টা যদি না দিবে হাতে লেখা?
আমার ঘরেতে আমারি এ শিশু,
যদি হতে পারে একালেরই যীশু,
সার্থক তবে জনম সাধন,
ছিঁড়ো নাকো এই অটুট বাঁধন।
শুভ আগমন সহজ যতটা
দীর্ঘ চলন দুরূহ ততটা...।
নিজ নিজ গৃহে যার যার মতো,
এসো গড়ে তুলি যীশু শতশত,
স্বর্গেরে ভুলি মর্ত্যের ঝোঁকে,
যদি ভালোমতো থাকি সব লোকে ?
আছে কোনো ক্ষতি তোমাদের চোখে ?
ফুলমালা যদি দি'গো তারে থোকে...!