সখা,
চলো বসি -
জলসিঁড়ির ঐ সিঁড়িতে।
যেদিন যাবার গেছে, যাক।
স্মৃতি যতটুকু আছে, থাক।

আবার
সুদিন এলে, কভু দ্বারে।
বসবো দুজনে ঘেঁষে, চেনা ঝাড়ে।
চেনা কোনো খাদের কিনারে
বা সবুজভিলার সেই মিনারে।

তখন
কোথাও খোঁজার কেউ নেই
একান্তে শুধু তুমি-আমি সেই।
অচেনা কি জড়তায় কাঁপি
সমাজের ঘূণগুলো মাপি।

অকারণে
অযত্নে শুকোবে যত রং
পিছু ফিরে একদিন দেখা।
ফেলে আসা সংসারী সং
অদৃশ্য কালিতে রয় লেখা।

সেদিন
সৃষ্টির উল্লাসে কাঁপা
হৃদয়ের অলিন্দটা ফাঁপা।
জীবনটা শূণ্যতায় ঠাসা
নিরেট, শুধু বাইরেতে ডাঁসা ।

তাই
অচিন খরস্রোতা তোড়ে
সামলাও, জানি যাবে লড়ে।
কোনো এক রাতজাগা ভোরে,
টেনে নাও ভাসিয়েও মোরে।

বলি
লয়ে যাও লয়ে যাও ওরে
শীর্ণ সে হাত ধরে মোরে।
যদি বলো কাবু হাতখানা
উঁহু, দেখো একজোড়া ডানা।।

এসো
নির্ভার বসো যদি চড়ে
যাবো উড়ে একসাথে ভোরে।।