একটা গল্প শুরু না হতেই থেমে পড়বে
একটা পদ্য দু’লাইন লিখেই মনে ধরবে -
মানুষে মানুষে হানাহানিতে কত মরবে !
একটা বিকেল ঘটনাবিহীন তবু সন্ধ্যে
একলা শিল্পী গুনগুনিয়ে মধু ছন্দে
কবিতা ও গান দুটোই মিললো কি আনন্দে?
কবিতার রেশ পড়লো যে ধ্বসে কি সে দ্বন্দ্বে?
গল্প কবিতা দিলো কি মেশাল ভালো মন্দে?
জীবনবোধটা পড়লো লুকিয়ে খানা খন্দে !
একটা জীবন ছোট্ট লাগেরে কাজের ভীড়ে
স্বল্প সময়েও গল্প কবিতা ধরছে ঘিরে
ছোট্ট জীবন তবু কেন হৃদ সাগর তীরে ?
ছুঁড়ে আসা ঋণ ঢেউরাশি হয়ে আসছে ফিরে!
তবে কি জীবন খনিতে ঠাসা মানিক হীরে?
সুন্দর করে বাঁচতে চাইলে ফিরবে ধীরে?