এলেবেলে পড়ে থাকা
আকাশের নীল আর সূর্যের লাল,
লাল আর নীল, সে অনেক দূরের পথ ...।
পথ কারো নয় জীবনে,
যখন যে পথ ধরে যেতে চায়,
পথ সাথী করে নেয় তারে।
তুমি পথ হয়ে দূরে সরে রও
এ নয় নিত্য কামনা
পথ হয়ে কি জুটবে বলো!
হেথা হোথা সাপের মতন
এলেবেলে পড়ে থাকা
যত্রতত্র পদতলে ধূলি ধূসরিত বিরক্তিতে একাকার
এ জীবন শালিকের, ফড়িং এর
প্রিয়জনের সাথে তার কেন
হবে নাকো দেখা, পাশে থাকা ...।
তারচেয়ে বরং গাছ হয়ে
ঝুঁকে থাকো পথের 'পরে
শান্ত সমাহিত বিচিত্র গ্রীবা বিস্তৃত
পথের ধারে তোমার তলে
সূর্যের থেকে তেজ কেড়ে
পথিকের জন্যে ছায়াতল সম্প্রসারণ ।
বিনি পয়সার ভোগ - শুধু তোমারি কারণে
পাখ-পাখালির ঝাঁকে, শাখে,
ফলে ফুলে মূলে, অনুকূলে প্রতিকূলে।
আহা জন্ম ধন্য হলো এই ভাবনায়
চিরচেনা এই মর্ত্য ধামে সতত অচেনা তবু
সার্থক হোক, প্রফুল্লতা ঘিরে ধরুক
তোমার চারিদিক, অবগাহো প্রশান্তিতে ।
মন খারাপ করা কোনো এক বিকেলে
গাছ হয়ে রেখে যাই শান্ত সমুদ্দুর
সে পরশে চলো, হলে ভোর,
খোলো দোর, সোনার খুকি ওঠো রে,
ছোটো রে শান্ত সমুদ্দুরের চোরা টানে ....।