একজন বাইরের লোকের
বেশী ভাবতে নেই, জলে নাবতে নেই।
বেশী চাইতে নেই, মায়া ছাইতে নেই।
বেশী করতে নেই, ছায়া গড়তে নেই।
বেশী চড়তে নেই, হাতে লড়তে নেই।
বেশী নাড়তে নেই, ধার ধারতে নেই।
বেশী থামতে নেই, মাথা ঘামতে নেই।
বেশী নাইতে নেই, নাও বাইতে নেই।
বাইরের লোক
নিকটেতে নয়, সরায়ে রাখতে হয়
বাইরের লোক
বন্ধ দুয়ার, খোলা জানালায় রয়
বাইরের লোক
অপেক্ষা আর, উপেক্ষাদের সয়
বাইরের লোক
স্বপ্নচারী, ঘুড়ির সূতোয় লয়
বাইরের লোক
দমকা হাওয়া, এদিক ওদিক বয়
বাইরের লোক
অভিমান আর, সাঁঝের রাগেতে ক্ষয়।
বাইরের লোক,
কার এসে যায়, এক জীবনের নায়।
বাইরের লোক,
তিন কাল ছায়, অপার্থিবে ধায়।
আজি
পরের কালের ভাবনা সে আঁকে
কাছের জনেরে আরো কাছে ডাকে।
মাধুরী জমিয়ে সযতনে রাখে
এক সুলগনে মিলনের শাখে।
বিধাতার ঋণে ঝুঁকে পড়ে থাকে
বেলা অবেলায় যদি পায় তাঁকে।