আমার সোনার দেশের তরে
অনেক অনেক দামী,
হরেক কবি কাব্য করে
খোঁজ কি রাখি আমি?
রোদ-জল-ঝড় সামাল দিতো
হাজার জোড়া চোখ,
চমকে থমকে সরিয়ে নিতো
কান্নাকাটির ঝোঁক।
ছোট্টবেলার লুকিয়ে রাখা
অমূল্য এক ধন,
এই অবেলায় শুকিয়ে খাঁখাঁ
খারাপ হলো মন।
দিন গড়িয়ে সন্ধ্যে হলে
জীবন খেলা শেষ,
জানালাটা গলে ঐপারে দেখি
মরচে ধরা দেশ।
আমার তোমার সবার থেকে
অনেক বড় সে যে,
দেশের ভালো শিঁকেয় রেখে
জিতলো কবে কে যে?