আঁটকাবো না
- রহমান সাইফ

যেতে হলে যাও
যদি ঘ্রাণেতে রেণুর ছোঁয়াচ না পাও।
যেতে হলে যাও
তোমার ছড়ানো শিউলি কুড়িয়ে নিয়ে যাও।
যেতে হলে যাও
মালা গাঁথা হলে শিয়রে সিথানে ঝুলাও।
যেতে হলে যাও
জোড়ামালা সবি প্রাণের সখারে দাও।
যেতে হলে যাও
খোলা বাতায়নে সৃষ্টি সুখেতে গাও।
যেতে হলে যাও
মনের ভুলেতে পিছু ফিরে না চাও।
যেতে হলে যাও
দুয়ার রেখেছি খুলে ঘাটে বাঁধা নাও।
যেতে হলে যাও
বিষাদ শুকোনোর আগে নীড় পানে ধাও।

যেতে হলে যেতে দিতে হয়
হাত জোড়ে মিনতিতে নয়
অন্তরে নাহি সংশয়
যাতনারে করো তবে জয়
যেতে হলে চলে যেতে হয়।