সমুদ্রের নির্জনতায় অথৈজল প্রবাহের বাঁকেবাঁকে প্রেম বিলিয়ে দিচ্ছ
আর আমি নিরাশার বুকে মেঘের কুঞ্জ সাজিয়েছি
কখন ঝড়ের আঘাতের জোরালো ছোঁয়ায় অনাশ্রিত
পাপড়িগুলো ভাসবে লোনাপানির সোনালী আভায়।
আকাশের রূপ-যৌবন হৃদয়ের গোপন রহস্যময় জগৎ
সবকিছু উজাড় করে সমুদ্র বসুন্ধরায় লুকিয়ে যায়
তখনের কথা ভেবে আমি ব্যাকুল হয়ে পড়ি
তুমিও কি তাই ভাব?
এই দু'য়ের স্বার্থকতা হয়তো এখানেই
আমি এমন অদৃশ্য নি:স্বার্থ একটি ভূখণ্ড খুঁজি
যার বিশালতা চিরঞ্জীব।