বালির বাধে রোধ হয়না
তিনি প্রবহমান
সকল বাধা ফুড়ে জাগেন
গাহেন কালের গান।
শাদা হাওয়া রাঙামাটি
উপন্যাসের গাথা
'তিতাস একটি নদীর নাম'
অমর গল্প কথা।
তিনি আলো তিনি রবি
গোকর্ণঘাটের গাঁ'র,
অদ্বৈত মল্ল বর্মন নাম
মোদের অহংকার।
ক্ষন কালে করেন যিনি
মহাসাগর জয়
কথা শিল্পের রাজাধিরাজ
তিতাসের পরিচয়।
তিতাস পাড়ের রবি তিনি
তিতাস পাড়ের ছবি,
গোকর্ণঘাটে জেলে পাড়ায়
শৈশব গড়া কবি।