কোনো একধাপে শ্রেষ্ঠ প্রাণীর চোখের কালো পর্দায়
আগামীর সকল কিছু রঙিন দেখে।
কালো রঙ ও তখন লালছে লাগে
পাহাড় ডিঙ্গিয়ে পাখির পালক আনতে সক্ষম হয়,
পিচ্ছিল পথ যেনো হাতির শূরের উপর মূর্ছনা
ছড়িয়ে পাড়ি দেয় উত্তাল সাগর-নদী।
আরেক জীবন ধাপে রসিকতাকে মাটি চাপা দিয়ে
আশ্রয় কেন্দ্রে খুঁজে বেড়ায় স্বর্গময় প্রকৃতির রঙ্গ।
প্রকৃতির কূজন মন কে অশান্ত করে তুলে
পৃথিবীর দেহখানি যেনো অশান্ত মনের আবরণের
কাছে বারেবার ক্ষমা চাইতে থাকে।
ফেলে আসা জীবনকে বিসর্জন দেওয়া ধাপকে
শুধু অপরাধীই মনে হতে থাকে কি কঠিন লীলাখেলা।
আকুতি মিনতিপূর্ণ আবেগ তখন উথলে উঠে
নদীর বুকে সূর্য ডুবার দৃশ্যের মায়াজালে।
এইতো মানব জীবন---