এসেছে শরৎ রানি।
ভাদ্র-আশ্বিনে তোমার যৌবন কাল
শরতের বৃষ্টির রিমঝিম ছন্দ জোগায়
নিশী জাগা পাখিদের মনে।
নতুন বার্তা বয়ে আনে শরতের আগমন
পূজা পার্বণ, নতুন ধানের পিঠা আর নব রঙের
ফুল ফুটে বাগানে।
ফুল-ফলের সমাহারে ভরে উঠে
প্রকৃতির মনোরঞ্জন।
গোধূলির আলোমাখা আকাশপটের দৃশ্য তে
মনকাড়া সময় নদীর বুকে সূর্য ডুবে যাওয়া।
সাদা মেঘের ভেলায় চড়ে আসে কল্পনার শরৎ রানি
সেই শরৎ রানিকে বরণ করতে আসে শাপলা-শালুক,পদ্ম,কেয়া, হাস্নাহেনা আর কোমলমতি শিউলি ফুল।
শরৎ রানি চলে যাওয়ার সময় বুক ভরা ভালোবাসা ঢেলে দিয়ে যায় প্রকৃতির নির্মল অন্তরে।