সবুজ-শ্যামল মাঠের ধারে সবুজ গাছের সারি
আমার বাড়ির দু'পাশে তিতাস নদীর জলরাশি।
বর্ষা এলে জোয়ারের আনাতে ফেনা যায় বনবাসে
কেউ রাখেনা কারো খুঁজ দু'কূল অশ্রুতে ভাসে।
মাঝ পথে হয় তাদের সমাধি সোজাতে নেই ঠাঁই
দৃষ্টি ফেলে আঁখি খুলে বলে মোরে সাঁই ।
মনের কষ্টে বলতে হয়--মোরে দিও না গো ফাঁকি
নিরাশার জলে ভরে আছে আমার দুটি' আঁখি।
আজ থেমে গেছে কিশোরীর হাসি পাখির কলতান-
শিমুলের আশা নিশীথের নিরব আহাজারিতে বান।
হারিয়ে গেছে রক্তকরবীর রক্তঝরা রিক্ত প্রাণ
গাঙচিলের ডরে নদীতে রাই করে না স্নান।
আপনের মাঝে মিশেছে যেনো সম্পর্কে পর
তাই অকূলে বেঁধেছি দৃশ্যহীন ঘর।
মাঝির দেখা পেলাম অবশেষে
তাকে ধরেছি কষে।
ঘাটের ঠিকানা হারালাম অভ্যন্তরে
কোথায় বসত করি,? বাউল হলো ভিখারি মন চিরতরে।