জলে ভরা ছিলো পাশের নদীটা
ফকফকে ছিলো আকাশের মনটা
হঠাৎ কালো মেঘে ঢেকে গেলো
শ্রাবণের ঝড় বৃষ্টি ছিল এলোমেলো
জল ভরা নদী তে নৌকা
নিয়ে ঘুরতে গিয়ে
বিপদে পড়লো
দৃষ্টি বৃষ্টি আর বন্ধু খোকা।
কূলে না ভিড়তেই নৌকা ডুবে গেলো
একে অপরের হাত ধরে বেঁচে এলো
কিন্তু তাকিয়ে দেখে দৃষ্টি আর খোকা
আসেনি ফিরে মনের মানুষ বৃষ্টি প্রেমিকা।
অথৈ জলের প্রবাহে তলিয়ে গেলো
পরদিন সকালে লাশ হয়ে ফিরে এলো
মিলন আর হলোনা দু'জনের
সমাধি হলো এই প্রেমের।