প্রভাত হবে ফুল ফুটবে ঝরবে
সূর্য অস্ত যাবে চাঁদ জ্বলজ্বল করবে
যদি না থাকি আমি কিছুই রবেনা বন্ধ
ভাবলে কষ্টে হৃদক্রিয়া হতে চাই বন্ধ।
যত ভালোবাসা পেয়েছি দিতে পারিনি তত
মূল্যবান সময় খরচ হচ্ছে বাতাসের মত
কেউ বুঝেনা কারো ব্যাকুলতার ছন্দ
যেখানে যাই নিজের স্বার্থে সবাই অন্ধ।
পরিবেশের আগুন্তকঃ যেনো আগুনের লেলিহান
লালসার দাবানলে জ্বলছে কোমলপ্রাণ
সময় ঘনিয়েছে তাই ডিঙি ফিরেছে ঘাটে
নববধূবেশে আঁধারের কোলে অপেক্ষা যে নি:শব্দ।