টানাটানি ছিঁড়াছিঁড়ি রক্তের বন্যা দেখেছি
ছিলো স্বার্থপর লোভীদের কব্জায়
কি করে বুঝায় বাংলা অভিধানের ভাষায়
গোস্তো আসলো দখলে
লক্ষদিক প্রাণ গেলো অকালে
হালাল হারাম চাইল না কেউটেরা
অমানবিক নির্যাতন করলো এরা।
কাকের বিকট কা কা শব্দ শুনে
সুপ্তি এসে দাঁড়ালো জানালার পাশে
হঠাৎ দেখলো--
তার বুক বেয়ে রক্ত ঝরছে
এক চিৎকার --শুনে
মা এসে জড়িয়ে ধরতেই
সুপ্তি তার মায়ের বুকে বুক রেখে
শেষ নি:শ্বাস ত্যাগ করলো।
মা মেয়েকে হারাল
এক খন্ড গোস্তো অচিরেই ফিরে এলো
এলোনা স্বাধীনতা
ফিরে এলোনা আশাতীত মায়ের সন্তান
আজো মায়ের বুকে জ্বলছে আগুন
কোমল প্রাণ অদৃশ্য ছাঁই আর কালোছায়া।