আসেন আসিয়েন এই ছোট্ট শব্দটি
ইথারের তারে আসতে যেনো মানা
মাধবীর সাথে দেখাও আর হবেনা
স্বপ্নটাও রইলো অজানা।
সিঁদুর লেপ্টেছে মেঘের কান্নায়
চারিদিকে দেখি শিয়ালের হুংকার
কোমলতার পরশে পরেছে ঝংকার
মাধবীর কল্পনায় শূন্যতার ভাইরাস।
তবু ন-ভাঙ্গবে বুক ভরা আশা
তিতাসের বাঁকে জলতরঙ্গ খেলবে
নীরব নিশ্চুপ নিস্ক্রিয় নিরিহ মাধবী
হেঁটে হেঁটে খুঁজবে তিতাসের পরিচয়।
মাধবীর হিয়া কাঁপছে বারেবার
জোরালো আঘাতের তাড়নায়
তিতাস কি আসলেই কঠিন?
লেখিকা ভাবছে এমনটা -ই।