বর্ষার কালো মেঘের ডাকে
মন আমার নেচে উঠে
আষাঢের অঝোর অশ্রুসিক্তে
স্নান করে মুক্ত হয়
সোনার বাংলার মাটি।
বৃষ্টির পুলকিত শব্দে
দেহমন বিলিয়ে দেয় প্রকৃতি
কেয়া,কদম পাপড়ি মেলে
যখন ভিজে নগ্ন হয়
তখন ছন্দে ছন্দে ভরে উঠে
কবি-র মন।
পিরীতের তুমুল ঝড় হাওয়া বয়ে যায়
নদী নালায়
বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয় তখন।