বিমূর্ত সকাল।
শীতের পূর্বাভাস।
কাশ ফুলের আগমন।
রূপের রানী হৈমন্তী
হেমন্তের মায়ার অপরূপ
সৌন্দর্যের প্রতিচ্ছবি দেখিয়ে
মন জুড়িয়া যায় সকালের ধানগাছের
ডগায় ঝুলন্ত শিশির দোল খায়
রোদের বর্ণচ্ছটায় গাছের পাতাগুলো
যেন হেসে উঠে - দীপ্ততায়।
শুরু হয় নবান্নের সূচনা।
শহর গ্রামে মেলা বান্নী আর
সংস্কৃতি  অনুষ্ঠান।
কতো  চন্দ্রমল্লিকারা রঙবেরঙের
পোশাক পড়ে প্রজাপতির মতন ডানা
মেলে যায় কাশ বনে।