ফুলকে সবাই ভালোবাসে
ফুলের সুবাস সঞ্চিত রাখে সুবাসিনী রা
ফুলের সৌন্দর্য উপভোগ করে মণি - ঋষিরা
ফুলের অন্তত দেখে না সবাই দেখে অন্তরযামী
দুর্ভাগ্যের মালাখানি যখন পড়িয়ে দেয় আরতির গলে
তখনি ফুল হৃদয়ের সঙ্কুচন ঘটে
ভেসে যায় প্রবল স্রোত গহব্বরের গহীনে
শেষ নিঃশ্বাসের লোনা জল তখন
ঝরে পড়ে ঝরা বকুলের উর্ধ্বাকাশে।
ঝরা বকুলের নীরব কান্না কে দেখে তখন?
অনুভবের ছোঁয়ায় ব্যাতিত অনুতাপকারী
হারিয়ে যায় তখন চিরতরে।