পাহাড় থেকে ঝর্ণাতে
শিউলি ফুটে হেমন্তে।
ঝিলে ফুটেছে কেয়া ফুল
বৃষ্টিতে ভিজছে কদম ফুল।
মাঝ দরিয়ায় নাইরে কূল
ও মাঝি নৌকা চালাতে কইরো না ভুল।
ঘরের কোণে হাস্নাহেনা
বৃষ্টিতে বাইরে যেও না।
বর্ষার আকাশ কেন কাঁদে কেই জানেনা
আজকাল কারো দুঃখে কেউ কাঁদে না।
প্রযুক্তির ছোঁয়ায় আমি হয়েছি মহারাজা
আবার তার কারণে-
ভাণ্ডারের ধনরত্ন হারিয়ে ভেঙ্গেছে মাজা।
রংধনু রং ছড়িয়ে দেয় আকাশ কান্নার পরে
রঙের সঙ্গে রং মিলিয়ে মাছরাঙা উড়ে।
আমার মনের দুঃখ কেউ বুঝেল না
তাই কাউকে কিছুই বলবো না।
মনের ভিতর মন মহাজন শুধুই সয়ে যাক
এর চেয়ে বেশি বললে লোকে বলবে কাক।
থাকরে বাবা থাক বুকেরপাটা ভেঙ্গে যাক
যেমন আছি ভালো আছি শয়তান দূরে থাক।।