এত বড় আকাশে রক্তিম চাঁদ
রাতটা ছিলো পূর্ণিমার চাঁদের ফাঁদ
দেখা যাচ্ছিলো না আঁখিদুটি তার।
শেফালীর ক্রন্দনে বকুল উদাসীন
সবুজের বুকে পাকা ধানের হাসি।
রেলগাড়ীর ঝনঝনে প্রজাপতির আগমন
নিশীতে ঘরে কে রে ---দেখলাম ঝ্বলক
মনের মায়া লুকিয়ে রেখে চাঁদকে ঢেকেছে
কালো মেঘে।