আজ-কাল সবই দেখছি মাথামুণ্ডু বিহীন পথ
নিস্তেজ নিশ্চুপ নিস্ক্রিয় আবেগের বিলাসময় রথ।
ত্যাগের বদলে ত্যাগ গতির প্রতিক্রিয়া গতি
সুপ্রিয়ার কেনো আজ অপ্রিয় দূর্গতি।
কানকাটা হাতি চলছে পালকহীন পাখির পিছে
রীতিনীতি কষলে সবই হবে মিছে।
জাতিকূল ডাকাতি হোক কার বাপের কি
সুখের পায়রা কাঁদে আমি অনেক সুখী।
তিতাসের বুকে আজ সোনালি ধান দোলে
হারিয়ে ছন্দের সুর দু:খ লয়েছি কোলে।
বাঁচতে হবে তোমার এই প্রতিজ্ঞা আমার
তোমার বেঁচে থাকা লাখ মানুষের উপকার।
তিতাস, হারাতে চাইনা যে তোমারে
তোমার দীর্ঘায়ু চাই প্রার্থনা করি সজোরে।