সুনীল সাগরতটে মাটির এক ঢেলা..
কাছে পেয়ে নীলজল
ছুঁয়ে হাসে খলবল
রেণু রেণু বয়ে নিয়ে করে যায় খেলা...
ডুবে যায়! ডুবে যায়!
ঢেলা কোথা উবে যায়!
জটে পড়ে তটে বসে ভেবে কাটে বেলা।