তরী সামলাও
রহমান মুজিব
( প্রেক্ষিত: বাংলাদেশ ক্রিকেট)
লারা লারা লাল্লা
কই মাঝি-মাল্লা
যায় বুঝি ডুবে যায় নাও
ত্বরা এসো তরী সামলাও।
ঝড়ে ঢেউ ফণাধর
পড়ে বাজ কড়কড়
কেটে ঢেউ সম্মুখে যাও।
ভয় নাই নাই ভয়
হবে জয় নিশ্চয়
বেঁধে বুক যদি তুমি চাও।
করো বাধা তছনছ
ফুটবেই কসমস
বিজয়ের গান তুমি গাও।