আমার মনের ঝিনুক খোলে তুমি মুক্তো দানা
মুক্তো বিনা জীবন যাপন নিঃস্ব নিরেট কানা।
মেঘলা চোখের পাপড়ি বাগে
কোমল সুরের সূর্য জাগে
চৈতি রোদে তুমি ছড়াও শুভ্র মেঘের ডানা।
ঠোঁটের চাঁদে জোছনা জ্বলে
রোশনি লেগে হৃদয় গলে
খুঁজতে গিয়ে বুঝতে পারি তোমার মাঝে ফানা।