তোমার কপালে কি টিপ
(তুমি) আলতা পরেছ কি পায়ে
ঠোঁটে কি ফুটেছে ফুল
কি দিয়ে বেঁধেছ চুল
খুশবো মেখেছ কি গায়ে
(আমি) দেখি না… গিয়াছ কোথায় হারায়ে
শ্রাবণে বরষা ঝরে ঝর-ঝর-ঝর
কোথায় আছি কেমন আছি রাখোনি খবর
তোমারে দেখিব বলে
শত ব্যথা পায়ে দলে
রয়েছি দুয়ারে দাঁড়ায়ে
(আমি) দেখি না… গিয়াছ কোথায় হারায়ে
দখিনা জানালা পাশে ধবল কামিনি হাসে
বাতাসে সুরভি ভাসে নিবিড় মিলন আশে
তুমি কি কামিনি হয়ে
সুখের যামিনি লয়ে
দেবে এসে হাত বাড়ায়ে
(আমি) দেখি না… গিয়াছ কোথায় হারায়ে