তিতাসের নীড়ে
রহমান মুজিব

হলুদ এসেছে নেমে তিতাসের তিরে
খোঁপায় নিয়েছে গেঁথে সরিষার ফুল
পাড়াগাঁর মেয়ে এক, কখন যে ধীরে।

আমার বুকের মাঠ হলো বুলবুল
জানলে না লয়ে চলা তিতাসের জল
কেমন সুখের স্রোত ছুটে কুলকুল!

যখন যেখানে দেখি সরিষার দল
রোদের ঝিলিক নিয়ে সামনে সে আসে
চোখের তারাতে নাচে অরূপ আদল!

ছেলেবেলা- রাঙাতরি রঙের আকাশে
মেঘের নেকাব ছিঁড়ে ঘাটে এসে ভিড়ে
স্মৃতিগুলো রবি-শশি ছবি হয়ে  ভাসে।

মন চায় বারেবারে যাই সেথা ফিরে
সোনায় রূপায় মোড়া তিতাসের নীড়ে।