তানকা-৪

কোন অপরাধে
নদীতে বসালে বাঁধ
এ কেমন পেতেছো ফাঁদ!
শীতের যমুনা কাঁদে
বুকে বালুচর।
            (স্বরমাত্রিক)

তানকা-৫

দূর আসমানে
রংধনু স্ফীত হাসে
সপ্তাভ ঠোঁটে;
যদিও দৃষ্টিহীন
মন উচ্চে উড্ডীন।  (অক্ষরবৃত্ত)

তানকা-৬

সুদূরাকাশে
রামধনু মৃদু হাসে
মেঘদল ভাসে;
তা শুনে এক কানা
খুঁজে পরীর ডানা! ( অক্ষরবৃত্ত)