বর্তমানে দাপিয়ে চলে ভাবছো নিজে বাহাদুর
কিন্তু জনাব চেয়ে দেখো আছে অনেক রাহা দূর
লাগলে আঘাত তাসের ঘরে
কী যে হবে কালান্তরে
চশমা আঁটা রঙিন চোখে দেখছোনা তো যাহা দূর!


আজকাল পোলাপান ইন্টারনেটে
কি জানি কী দেখে ফেলে নেট ঘেটে ঘেটে
হাসে খিলখিল
ছবিগুলো নীল
ভয় লাগে শেষে নাকি যায় তাল কেটে!


আমার থেকে খাবে কেন বেশী ও
সমান সমান দিতে হবে রেশিও
কানাকানি
টানাটানি
আবার দেখায় তাগড়া সবল পেশীও!