তিনটি সিনকেইন
রহমান মুজিব
(রিভার্স সিনকেইন বা উল্টো ক্রম সিনকেইন)
পঙ্খি
পঙ্খি
ঝড়ে জায়গা কোথায় পাবে
যদি বন্ধ করো
খিড়কি দুয়ার
ঘরের।
(মিরর সিনকেইন বা আরশি সিনকেইন)
নাগর
নাগর
আগড় বাগড় বলবি কতো
চলবি কতো নোংরা
জলদি হবে
ফিরতে।
ময়না
উড়াল দিলে কুড়াল মেরে
আর কি কভু ফেরে?
দেখবি চোখে
সাগর।
(বাটারফ্লাই সিনকেইন বা প্রজাপতি সিনকেইন )
শূন্য
খসলে
ফুলের পাপড়ি
ফুলদানি সে পায় কি?
কী রায় দেবেন আচার-বিচার
বসলে
মাজরা পোকায় ধান কেটেছে
হিসেব কষে লাভ কি?
উদাম গুদাম
শূন্য।