*
বুক-নদীটায় কষ্ট জিয়লমাছ
বড়শি নিয়ে পড়শি পুরুত ধরতে এলে না!
*
আকাশ থেকে বললো ডেকে বাজ
দণ্ডদাতা ভণ্ড হলে পণ্ড বিচার কাজ।
*
কপোলে কেলি করে কুমকুম
আবেশে আঁখি নাচে পারা পারা ঝুম ঝুম!
*
পিরিতের পুষ্প ফোঁটে নিজঝুম
হৃদয়ে মাদল বাজে ঝুমুর ঝুমুর ঝুম ঝুম!
*
লুকোচুরি পলাপলি নাই
ফাগুনি ফুলেরা শিষে বাজাবে সানাই।
*
আকাশ, বড্ড সুশীলা
পানপাতা ছিঁড়ে দিলি ছুড়ে মেরে শিলা!