পরের পকেট মারলে তারে
আমরা বলি পকেটমার
পড়লে ধরা ওই চোরাকে
মারতে মারতে ভাঙি হাড়
তারপরে দিই জেলে;
হোক না ব্যাটা পাত্তিনেতা
কিংবা লাটের ছেলে ।
লক্ষ্য করুন ও ভাইসাব
যেই লোকেরা লেখার মাঝে
দিচ্ছে মেরে পরের ভাব
হালে দেখুন ওই ব্যাটারা
কন্যা এবং বরের বাপ -
নয় কী ওরা মজ্জাহীন?
চামড়া মোটা লজ্জাহীন !
ওরা তবে পায় না কেন সাজা
পরের ধনে ক্যামনে ওরা
খায় চানাচুর ভাজা ?
ভণ্ড ওরা ভণ্ড
বললে আসর পণ্ড
আসবে দিতে দণ্ড!
কটর মটর কট
ওই ব্যাটারা লেখক নাকি
উদ্ভট উদ্ভট!
তালে তালে সবাই বলুন
ঠগ-বাটপার-শঠ ।
যশোর
৬/৯/১৪